বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী গ্রেপ্তার, বোমা উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৩টি বোমা ও ৬৫টি পটকা উদ্ধার করা হয় বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ধানখোলা ইউনিয়নে গোপন বৈঠক করার সময় ওই ২৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মাঠে নাশকতার জন্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। সেখানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১৩টি বোমা ও ৬৫টি পটকাবাজি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।