মেহেরপুরে ৮০০ বোতল ফেনসিডিলসহ ট্রাকের হেলপার আটক
মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের ভেতর ৮০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ট্রাকচালকের সহকারীকে (হেলপার) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সাহেবপুর গ্রাম থেকে ফেনসিডিলসহ ওই ট্রাক ও সহকারী মামুন মল্লিককে (২৮) আটক করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সাহেবপুর গ্রামের সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সবজিবোঝাই ট্রাকে তল্লাশি চালালে ট্রাকের ভেতর ৮০০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। ওই ঘটনায় ট্রাকের সহকারী মামুনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটক মামুন সদর উপজেলার বামনপাড়ার বাসিন্দা।
ওসি শাহীনুজ্জামান জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র সবজির ভেতরে মাদক লুকিয়ে ঢাকায় পাচার করে আসছে।