পিরোজপুরে ‘গোপন বৈঠক’ থেকে ছয় শিবির নেতা আটক
পিরোজপুরের একটি বাড়িতে ‘গোপন বৈঠক’ করার সময় ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতাকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর পৌর এলাকার নামাজপুরের একটি বাড়ি থেকে এদের আটক করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নামাজপুরের একটি বাড়িতে কয়েকজন শিবির নেতা গোপন বৈঠক করছেন বলে খবর আসে পুলিশের আছে। এই খবরের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে শিবিরের বিভিন্ন শাখার ছয় সভাপতিকে আটক করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে বেশকিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়। গোপন বৈঠক করছিল এ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এই ছয়জনের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান ওসি।
তবে ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলার সভাপতি জাবের হাসান জানান, কোনো গোপন বৈঠক নয় বরং আসন্ন কোরবানি ঈদ নিয়ে বৈঠক করছিলেন ওই নেতারা। এ সময় সেখান থেকে তাঁদের আটক করে পুলিশ।