ব্যবসায়ী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী এলাকার ব্যবসায়ী ইয়াকুবকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বাদল মিয়া এবং যাবজ্জীবনপ্রাপ্ত শফিক মিয়া মাইজবাড়ী এলাকারই বাসিন্দা।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ শামসুল ইসলাম, নজরুল ইসলাম ও প্রদীপ কুমার আচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৬ সালের ১০ জানুয়ারি রাতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ইয়াকুবকে আসামিরা ছুরি মেরে হত্যা করে। এ ঘটনায় তাঁর বড় ভাই হযরত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচারকাজ শেষে আজ আসামি বাদল মিয়াকে মৃত্যুদণ্ড এবং শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় অপর আসামি জাকির হোসেনকে বেকসুর খালাস দেন আদালত।