চালকের আসনে সহকারী, গাছের সঙ্গে ধাক্কায় ট্রাকচালক নিহত
মেহেরপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী। আজ ভোর ৫টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে উপজেলার রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম সুমন মৃধা (৪৪)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিন্দারিয়া গ্রামের কুদ্দুস মৃধার ছেলে।
বারাদি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলু মিয়া বলেন, ধারণা করা হচ্ছে চালকের সহকারী শামীম হোসেন ট্রাকটি চালাচ্ছিলেন আর চালক সুমন পাশে বসেছিলেন। ট্রাকটি মেহেরপুরের দিকে আসছিল। ভোরে রাজনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক সুমন নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। গুরুতর আহত শামীমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।