জাতীয় ঐক্য জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো
জাতীয় ঐক্য গড়তে একত্র হওয়া নেতাকর্মী ও দলগুলোকে মূল্যহীন শূন্যের সঙ্গে তুলনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই তাদের গঠিত জাতীয় ঐক্যের ফলও শূন্যই হবে বলে তিনি মনে করেন। অর্থমন্ত্রী বলেছেন, ‘কে কে করেছেন জাতীয় ঐক্য? জিরো প্লাস জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো।’
আজ রোববার সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেইল একাডেমি আয়োজিত ‘নারীর শিক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন।
নির্বাচনী সরকারে কারা থাকবেন—এমন প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘পার্লামেন্টে যাঁরা আছেন, তাঁরাই থাকবেন। সব দল যাতে অংশগ্রহণ করে, সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি ২০১৪ সালে। নতুন করে নিশ্চিত করার কোনো প্রয়োজন নাই। সেটাই অবলম্বন করলে সব দল অংশগ্রহণ করতে পারে। এবং একটা অবাধ স্বাধীন নির্বাচন হতে পারে। পরীক্ষা এই দেশে হয়ে গেছে। তার উদাহরণ এই দেশে আছে।’
বিএনপির মতো একটি বড় দলকে নির্বাচনে আনার বিষয়ে সরকারের কোনো বিশেষ উদ্যোগ রয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো বিশেষ উদ্যোগ নেই। বিএনপি একটা বড় দল ছিল, আছে কি না আমার সন্দেহ আছে।’
এর আগে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘জনসেবায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশের মানুষ ভালো, তাদের কোনো কিছুর সুযোগ দিলে তারা পথ বের করে নেয়। যেকোনো ভালো কাজ করতে পারে। প্রধানমন্ত্রীর বিশেষ কিছু চিন্তাভাবনা আছে। প্রধানমন্ত্রী চান একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে করে দিতে। তাঁর কথা হলো মানুষ শিক্ষিত হলে মানসিকতায় পরিবর্তন আসে, দেশপ্রেম আসে। যেকোনো কাজ করতে পারে। আমি বলেছি, এটা ধীরে ধীরে করতে হবে।’
বাংলাদেশ ফিমেইল একাডেমির দাতা সদস্য ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুল হক, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ।