মায়ের সামনেই চলে গেল ছোট্ট মেয়েটি
মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক্টর ট্রলির চাকায় পিষ্ট হয়ে রুমি খাতুন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় রুমির দুই বছর বয়সী ছোট বোন সুমি গুরুতর আহত হয়েছে।
আজ রোববার দুপুরে গাংনীর তেরাইল বিলপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি গাংনী উপজেলার ভরাট গ্রামের ভ্যানচালক ফয়সাল হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফয়সালের স্ত্রী তাঁর দুই শিশু মেয়েকে নিয়ে পাখিভ্যানে (ব্যাটারিচালিত ভ্যান) করে গাংনীর উদ্দেশে যাচ্ছিলেন। তেরাইল বিলপাড়া নামক স্থানে পৌঁছালে ট্রাক্টর ট্রলির সঙ্গে পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রুমির মৃত্যু হয়। গুরুতর আহত সুমিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটির মা সুস্থ আছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, ঘটনাস্থলে ফেলে যাওয়া ট্রাক্টর ট্রলি ও মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাক্টর চালককে আটকের চেষ্টা চলছে।