জয়ার পরিবর্তন চেয়ে চার মনোনয়ন প্রত্যাশীর জনসভা
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তার পরিবর্তন চেয়ে জনসভা করেছেন আওয়ামী লীগের চার মনোনয়ন প্রত্যাশী। আজ সোমবার দুপুরে দিরাই উপজেলায় বাগান বাড়ি মাঠে এ জনসভা হয়।
জনসভাটিতে মনোনয়ন প্রত্যাশীরা ছাড়াও একাধিক নেতাকর্মী অংশ নেয়।
জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অবনী মোহন দাস, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম, যুক্তরাজ্য শ্রমিক লীগের কার্যকরী সভাপতি সামছুল হক চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইকবাল হোসাইনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন থেকে দিরাই-শাল্লার মানুষ বঞ্চিত। এ এলাকায় মানুষ অবহেলিত। প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর এ এলাকার মানুষ উন্নয়নের ধারাবাহিকতা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা আওয়ামী লীগে বিরোধ দেখা দিচ্ছে। তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা দিরাই শাল্লার মানুষের কাছে পৌঁছে দিতে পরিবর্তনের দরকার। বর্তমান সাংসদ একজন রাজনীতিবিদ নন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা না থাকায় এলাকায় উন্নয়ন হচ্ছে না।
তাই এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন করে নতুন নেতৃত্বকে মনোনয়ন দিতে তাঁরা আহ্বান জানান।
২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত মারা যান। পরে দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর স্ত্রী জয়া সেন গুপ্তা। স্বামীর অসমাপ্ত কাজ শেষ করার আশা জানিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন।