নাটোরে অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন
নাটোরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারানো ছয় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নাটোর রেলস্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী জানান, আজ মঙ্গলবার ভোরে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারানো তিনজনকে অচেতন অবস্থায় নাটোর স্টেশনে নামিয়ে দেন নিরাপত্তাকর্মীরা। তাঁরা হলেন গরু ব্যবসায়ী সোনাউল্লাহ মৃধা, তৌহিদুল ইসলাম ও রিকশাচালক নাজমুল। তাঁদের মধ্যে দ্বিতীয়জনের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। বাকি দুজনের বাড়ি রাজশাহীর ঝিকড়া গ্রামে।
ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এর আগে মধ্যরাতে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে অচেতন অবস্থায় ইলিয়াস নামের আরেকজনকে উদ্ধার করা হয়। তাঁর বাড়ি কুমিল্লায়। তিনি জুতা-স্যান্ডেলের ব্যবসায়ী।
এ ছাড়া গত রাতে শহরতলির কাশিয়াবাড়ী ব্রিজ এলাকায় মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দিয়ে ইউনিলিভারের একটি টেম্পোর গতিরোধ করে দুর্বৃত্তরা। ভেতরে থাকা দুজনকে অস্ত্রের মুখে বের করে এবং চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজন হলেন কর্মচারী আরিফুল ইসলাম ও চালক সুমন আলী।