বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন
‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’ স্লোগানে বাল্যবিবাহ নিরোধ দিবস সামনে রেখে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা শিশু একাডেমি এবং জেলা মহিলা ও শিশুবিষয়ক কার্যালয়ের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল আলম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জাতীয় মহিলা সংস্থার কর্মসূচি কর্মকর্তা শামছুল আলম প্রমুখ।
বাল্যবিবাহ নিরোধ দিবসে উপলক্ষে আজ মঙ্গলবার সুনামগঞ্জে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
মানববন্ধনে বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের একটি ব্যাধি। বাল্যবিবাহ একটি মেয়ের সব স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। দেশে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বাল্যবিবাহ নিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ ছাড়া বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে জেলায় পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।