‘চালকের ঘুমে’ আরেক বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ৩
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় মোকামতলা এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাস মোকামতলায় চালক ঘুমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রংপুর থেকে ঢাকাগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন। এ ছাড়া আহত হন ১৫ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতাল যাওয়ার পথে মারা যান আরো দুজন। তাঁরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মীরকুঠি গ্রামের আশরাফুল (৩০) এবং হাতির মেলা গ্রামের আবদুল কাদের (৩২)।