নয়নের চিকিৎসায় পাশে দাঁড়াল ‘স্বপ্ন’
মেহেরপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী ফারসিম মান্নান আকাশ নয়নের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্ন’। মানবিক এই উদ্যোগের নাম ছিল ‘স্বপ্নসুখ’।
সাংগঠনিকভাবে সর্বোচ্চ সহায়তা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র নয়নের পাশে দাঁড়িয়েছে নতুন সংগঠন ‘স্বপ্ন’।
আজ শুক্রবার বিকেলে মেহেরপুর অক্সফোর্ড কিন্ডার গার্ডেন স্কুল চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘স্বপ্ন’ সংগঠনের সদস্যরা সংগৃহিত ৬২ হাজার টাকা নয়নের পরিবারের হাতে তুলে দেয়। নয়নের পক্ষে তাঁর নানি নূরজাহান বেগম এবং খালা ফেরদৌস আরার হাতে তুলে দেওয়া হয় এই অর্থ।
নয়নের খালা ফেরদৌসী আরা জানান, নয়নের দুইটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। নয়নের মা সন্তানের জন্য তাঁর নিজের একটি কিডনি দান করবেন। এখন কিডনি প্রতিস্থাপন করতে তাঁকে ভারতে নেওয়া হবে। পরে সুমনা রহমানের নেতৃত্বে স্বপ্নের প্রতিটি সদস্য ও অতিথিরা একে অপরের হাত ধরে ‘আমরা করবো জয়’ গানের মধ্য দিয়ে স্বপ্নসুখ অনুষ্ঠান শেষ করেন।
স্বপ্নের এই উদ্যোগের সঙ্গে একাত্ব ঘোষণা করে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ১০ হাজার এবং আন্তজার্তিক নারী ক্লাব ইনার হুইল, ঢাকা উত্তরা চেয়ারপারসন মোসফেকা রহমান ২০ হাজার টাকা প্রদান করেন।
এই অর্থ প্রদানকালে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক মাহাবুবুল হক পোলেন ও মেহেরপুর ক্লাবের সংগঠক মামনুর রহমান। অতিথিরা বলেন, ‘ভাল কাজের বিরুদ্ধচারণ করা অর্থ সমাজকে এবং মানুষের উৎসাহকে পিছিয়ে দেওয়া।’ তাই শত্রুতা ভুলে স্বপ্নের মত করে জেলার সমস্ত সংগঠনকে এক হয়ে সামাজিক কাজ করার আহবান জানান।
স্বপ্ন সংগঠটির সভাপতি সাংবাদিক ও আইনজীবী তুহিন আরন্য বলেন, ‘এই জেলার যুবসমাজ অনেক বেশি সচেতন ও প্রগতিশীল। তাই মেহেরপুরের রাজনৈতিক, সামাজিক, মানবিক চিন্তা চেতনা ও মূল্যবোধে অন্য যে কোন জেলার চাইতে এই জেলার মানুষ অনেক বেশী উত্তম ও সুশৃঙ্খল।’
সংগঠনটির প্রধান সম্বন্বয়কারী মুস্তাকুর রহমান তুষার বলেন, ‘এই জেলায় মাদক গ্রহণ ও সামাজিক অপরাধ যে কোন জেলার চাইতে কম। এই শুভ দিকটিকে ধরে রাখতে সংগঠনটি শিক্ষা, সাংস্কৃতি ও সামাজিক কাজে আরও বেশি ভূমিকা রাখতে চায়।’
সংগঠনটির সহ সভাপতি এনটিভির সাংবাদিক রেজওয়ান-উল-বাশার তাপশ বলেন, ‘বৈরীতা নয়, বন্ধুত্বে বিশ্বাসী সংগঠন স্বপ্ন। তারা ইতিবাচক দৃষ্টিতে মেহেরপুরের উন্নয়নে কাজ করতে চায়।’