ঈদের দিন পৌর মেয়রের ছেলের লাশ
নিখোঁজের একদিন পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ঈদের দিন ভোরে পৌরসভার সামনের একটি কমিউনিটি সেন্টারের পেছন থেকে তার হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত স্কুলছাত্রের নাম আশিকুর রহমান সাম্য। সে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান সরকারের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছিল সে।
এ ঘটনায় দুই নারীসহ আটজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন—পৌর এলাকা বটতলী গ্রামের হৃদয়, সুজন, বর্ধনকুঠি গ্রামের আল আমীন, বটতলী সোনারপাড়া গ্রামের রাবেয়া খাতুন, ভাগদরিয়া গ্রামের রাকিবুল ইসলাম, নাচাইকোচাই গ্রামের জাকির হোসেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দহপাড়া গ্রামের শিমুল ও তাঁর মা রুনা বেগম।
নিহতের স্বজনদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, সাম্যকে গতকাল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ ভোরে পৌরসভার সামনের একটি কমিউনিটি সেন্টারের পেছন থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
জিহাদুল ইসলাম আরো জানান, নিহত সাম্যর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা করা হয়নি বলেও জানান ওসি।