তাহিরপুরে ইউএনওর বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্ণেন্দু দেবের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার সকালে উপজেলা সদরে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় লোকজন।
উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. বেলায়েত হোসেন জানান, তাহিরপুর সদর বাজারে তাঁর একটি চালকল রয়েছে। গত শুক্রবার থেকে নদী দিয়ে বালু এনে তাঁর চালকল প্রাঙ্গণে রেখে পরে ঠেলাগাড়িতে করে নিচ্ছে কয়েকজন লোক। এসব বালু ইউএনও নিজের কাজের জন্য এনেছেন।
গতকাল শনিবার রাতে ইউএনওর ব্যক্তিগত সহকারী বেলায়েত হোসেনকে ফোন করে জানান, ইউএনও তাঁকে ডাকছেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গেলে ইউএনও তাঁর গালে চড় ও কিলঘুষি মারতে থাকেন। আরো দুজন লোক এগিয়ে এসে তাঁকে সরিয়ে দিলে তিনি সেখান থেকে চলে আসেন।
আজ সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ লোকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে উপজেলা সদরে বেলা ১১টায় ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ করে তারা। তাহিরপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান উজ্জ্বল, মোহাম্মদ আলী, বেলায়েত হোসেন, রাহাত হাসান, নুরে আলম, তানিম আহমদ প্রমুখ।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা বসে মীমাংসা করেছি। ইউএনও এ ঘটনার জন্য ব্যবসায়ী বেলায়েত হোসেনের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য ইউএনও পূর্ণেন্দু দেবের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।
যোগাযোগ করা হলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, ‘আমি বিষয়টি আপনাদের কাছ থেকে শুনে তাহিরপুরের ইউএনওর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, এক ব্যবসায়ীর সঙ্গে ঝামেলা হয়েছিল। পরে মিটমাট হয়ে গেছে।’