সুনামগঞ্জে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি থেকে শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
আজ সোমবার সকালে শহরের কাজীর পয়েন্ট এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ওই নেতাকর্মীরা। পরে তারা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকেরের হাতে নিজেদের পদত্যাগপত্র তুলে দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অ্যাডভোকেট আমিরুল ইসলাম। বক্তব্যে জানানো হয়, গত ২৫ অক্টোবর সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ২৫ বছর ধরে একই পদে বহাল থাকার পরও উপজেলা কমিটিতে বরাবরের মতো আকবর আলীকে সভাপতি ও সেলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ওই ঘটনাকে অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি হিসেবে অভিহিত করেন নেতারা। কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় গঠনতন্ত্র কিংবা গণতন্ত্র কোনো কিছুই অনুসরণ করা হয়নি দাবি করে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পরে সদর উপজেলা কমিটির সহসভাপতি ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল হাই, সহসভাপতি ও গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদসহ শতাধিক নেতাকর্মী কমিটি থেকে পদত্যাগ করেন।
এ ঘটনায় ফজলুল হক আছপিয়া বলেন, ‘ওই দুটি কমিটি গঠনের ক্ষেত্রে আমি কোনো প্রভাব বিস্তার করিনি। নিয়ম অনুযায়ী গঠনতন্ত্র মোতাবেকই কমিটি গঠন করা হয়েছে। আমি সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে নির্বাচন করতে চাই। এলাকায় আমার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এখনো পদত্যাগপত্র হাতে পাইনি। ওগুলো হাতে পাওয়ার পর বিষয়টি হাইকমান্ডকে জানানো হবে।’