ঘুমিয়ে ছিল খাটে, লাশ মিলল পুকুরে
বরগুনা সদর উপজেলার বালিয়াতরী ইউনিয়নের উত্তর পাতাকাটা গ্রামের একটি পুকুর থেকে গতকাল রোববার রাতে পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শিশুটির নাম মুন্না। সে একই গ্রামের বাসিন্দা মাসুদ হাওলাদারের একমাত্র মেয়ে।
মাসুদ হাওলাদার জানান, রোববার সন্ধ্যার পর তাঁর মেয়ে মুন্না ঘরের দোতলায় একটি খাটে ঘুমিয়ে ছিল। এ সময় তিনি ও তাঁর স্ত্রী এশার নামাজ পড়তে ঘরের বাইরে ওজু করতে যান। ফিরে এসে ঘুমন্ত মেয়েকে আর পাননি। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে তাঁদের ঘর থেকে ১০০ হাত দূরের একটি পুকুরে মেয়ের লাশ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, শিশুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের পাঠানো হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।