বিএনপির মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেওয়ান জয়নুল জাকেরীন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল আহাদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন টানা চারবার সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।
এ প্রসঙ্গে দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় বিধি অনুসারে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে জয়নুল বলেন, গত প্রায় ২০ বছর ধরে জনগণ আমাকে ভালোবেসে বিপুল ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করেছে। এবারও সেই ভালোবাসায় সংসদ নির্বাচনে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আবদুল আহাদ জানান, বিধান মতে কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলে তাঁকে আগের পদ থেকে পদত্যাগ করতে হয়। সে অনুযায়ীই দেওয়ান জয়নুল জাকেরীন আজ আমার কাছে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা এই পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাব।
দেওয়ান জয়নুল জাকেরীন ছাড়াও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ফজলুল হক আসপিয়া।