মেহেরপুরের দুই আসনে ৩০টি মনোনয়ন দাখিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে ৩০টি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আতাউল গনির কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
মেহেরপুর-১ আসনে ১৩টি মনোনয়ন জমা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ ফরহাদ হোসেন দোদুল, বিএনপি মনোনীত জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মাসুদ অরুণ, আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত সাবেক সাংসদ জয়নাল আবেদীন (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মিয়াজান আলী, সাবেক সাংসদ অধ্যাপক আবদুল মান্নান, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, হাবিবুর রহমান, বিএনপির বিকল্প প্রার্থী জেলা বিএনপির সদস্য জাকির হোসেন, আব্দুর রহমান (স্বতন্ত্র) ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম কাসেমি, জাকের পার্টির সাইদুল আলম শাহিন ও জামায়াতে ইসলামীর তাজউদ্দীন খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরেকজনের নাম জানা যায়নি।
এদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে ১৭টি মনোনয়ন জমা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান, বিএনপি মনোনীত জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য মকবুল হোসেন (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক (স্বতন্ত্র), কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সাবেক পৌর মেয়র আহাম্মদ আলী, মকলেচুর রহমান মুকুল ও নূরজাহান বেগম, বিএনপির বিকল্প প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আমজাদ হোসেন, মেজর (অব.) শরিফুল হোসেন মুকুল, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটবুরোর সদস্য নূর আহাম্মেদ বকুল, এলডিপি থেকে সাবেক সাংসদ আবদুল গনি, জাকের পার্টির আলী আকবর, এনডিএমের জাবেদুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আলীমুজ্জামান।