মনোনয়ন বাতিল, আপিল করবেন জাকেরীন
সুনামগঞ্জের দুটি নির্বাচনী আসনে বিএনপির দুই প্রার্থীর দুই উপজেলা পরিষদ চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এঁরা হলেন সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের টানা চারবারের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন এবং সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেওয়ান জয়নুল জাকেরীন সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) বিএনপির প্রার্থী ছিলেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপি হিসেবে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই আসনে বিএনপির চিঠি দেওয়া হয়েছিল দুজনকে। অপর প্রার্থী হলেন সাবেক সাংসদ ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ফজুলল হক আছপিয়া। তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দেওয়ান জয়নুল জাকেরীন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার ছোট ভাই দেওয়ান সাদেকীনের মালিকানায় একটি ব্রিক ফিল্ড ছিল। এই ব্রিক ফিল্ডের মালিকানায় আমার ছোট ভাই তাঁর সঙ্গে আমার নামও জুড়ে দিয়েছিল। ওই পলাশ অটো ব্রিক ফিল্ড অগ্রণী ব্যাংকের কাছে ঋণ খেলাপি হওয়ায়, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় ব্যাংক কর্তৃপক্ষ আমার নামেও ঋণ খেলাপি হিসেবে যুক্ত করে দিয়েছে। তো ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তাদের ব্যাংকে জমা দিয়ে দিলে ব্যাংক কর্তৃপক্ষ আপত্তি প্রত্যাহার করে নিবে। এ নিয়ে আগামীকাল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করব।
অন্য দিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধরমপাশা) বিএনপির প্রার্থী ছিলেন। তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। এই আসনে বিএনপির চিঠি দেওয়া হয়েছে তিনজনকে। অপর দুজন হলেন সাবেক সাংসদ নজির হোসেন এবং জেলা বিএনপির সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক। এই দুজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
আজ রোববার প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রার্থী ও তাঁদের সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর- জামালগঞ্জ- ধর্মপাশা) জাসদের এ কে এম ওহীদুল ইসলাম কবির, সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জাতীয় পার্টির রুহুল আমীন, সুনামগঞ্জ-৩ আসনে (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ শাহ মুবশ্বির আলী, স্বতন্ত্র আবদুল ছত্তার, রফিকুল ইসলাম খসরু ও আশরাফুক হক সুমনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির দেওয়ান জয়নুল জাকেরীন ছাড়াও এনএনপির মো. দিলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হক ও স্বতন্ত্র মো. রাজু আহমদ এবং সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) স্বতন্ত্র রণজিৎ কুমার দের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার সন্ধ্যা পৌনে ৬টায় বলেন, ‘১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। নির্বাচন কমিশনে এই তথ্য পাঠানো হয়েছে।’