মেহেরপুরের দুই আসনে প্রতীক পেলেন ১১ জন
মেহেরপুরের দুটি আসনে ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা আতাউল গনি। এ সময় তিনি সবাইকে নির্বাচনের আচারণবিধি মেনে চলার আহ্বান জানান।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসন থেকে পাঁচ প্রার্থী প্রতীক গ্রহণ করেছেন। এঁরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ ফরহাদ হোসেন (নৌকা), জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ (ধানের শীষ), আবদুল হামিদ (লাঙ্গল), সাইদুল আলম (গোলাপ ফুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম কাছেমী (হাতা পাখা)।
অন্যদিকে, মেহেরপুর-২ (গাংনী) আসন থেকে প্রতীক পেয়েছেন ছয়জন প্রার্থী। এঁরা হলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন (নৌকা), জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আলীমুদ্দীন মো. আবদুল কাদের (হাতপাখা), জাকের পার্টির আলী আকবর (গোলাপ ফুল), জাতীয় পার্টির কেতাবে আলী (লাঙ্গল) ও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী যাবেদুর রহমান (হারিকেন)।
প্রতীক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।