মেহেরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে আট-দশজন যুবক অতর্কিতে নির্বাচনী কার্যালয়ে ওই হামলা চালায় বলে দুপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়।
উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন বলেন, ‘আওয়ামী লীগের লোকজন নানাভাবে বিএনপির লোকজনকে হয়রানি করছে। এর আগে গত সোমবার তারা সাহারবাটি এলাকায় বিএনপির প্রচারণা মাইক ভাঙচুর করে ও কর্মীদের মোবাইল ফোন কেড়ে নেয়।
মঙ্গলবার সকালে নেতাকর্মীরা যখন বিএনপি অফিসে আসতে থাকে তখন আট-দশজন লোক হঠাৎ অফিসে হামলা চালায় ও নির্বাচনী তাঁবু ছিড়ে, আসবাবপত্র ভাঙচুর করে নেতাকর্মীদের আতঙ্কিত করে তোলে’, বলেন জাভেদ মাসুদ।
এখনও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ তুলে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন বিএনপি নেতা।