গাংনী বিএনপি সম্পাদকের বাসভবনে গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ
মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে পরিবারের সবাই বাসভবনের ভেতরে অবস্থান করায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আজ বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আসাদুজ্জামান বাবলুর স্ত্রী তজবিরা জামান বলেন, ‘আমার স্বামী বাড়িতে ছিলেন না। দুই মেয়ে নিয়ে আমি বাসার শয়ন কক্ষে ছিলাম। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি গেটের বাইরে থেকে আসাদুজ্জামান বাবলুর নাম ধরে কয়েকবার ডাক দেয়। এর পরই একটি গুলি বর্ষণ ও দুটি ককটেল নিক্ষেপ করে। গুলি ও ককটেল নিক্ষেপ করার পরই বাসার সামনে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত চার ব্যক্তি পালিয়ে যায়।
বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে আমরা আতঙ্কে কান্নাকাটি করতে থাকি। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দোতলা থেকে বাসার উঠানে যায়। সেখানে ককটেল বিস্ফোরণের আলামত স্কচটেপের টুকরা ও কাচের গুটি মার্বেল দেখতে পায়।’
এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।