ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোতালিব আটক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতায় জড়িত থাকার অভিযোগে ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আবদুল মোতালিব খানকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে মোতালিবকে আটক করা হয়। মোতালিব খান উপজেলা বিএনপিরও সভাপতি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বলেন, গত ১৯ ডিসেম্বর রাত ১১টার দিকে উপজেলার দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাথমিক বিদ্যালয়টি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ঘোষিত হয়েছে। ওই অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
অন্যদিকে দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদকে শুক্রবার বিকেলে আটক করেছে পুলিশ।