মেহেরপুরে ‘দুপক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী’ নিহত
মেহেরপুরের সদর উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বুড়িপোতা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছেন।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দাবি করেন, গতকাল রাত ২টার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালায়। সেখানে একটি লিচুবাগান থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসে।
‘পুলিশ ধারণা করছে, মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।’
ওসি আরো দাবি করেন, এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।