বাঁধ নির্মাণের দাবিতে হাওরে মানববন্ধন
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষায় দ্রুত বাঁধ র্নিমাণের দাবিতে একযোগে জেলার ১১ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষক-শ্রমিকসহ হাজার হাজার মানুষ।
আজ শনিবার সকালে সদর উপজেলার আলফাত উদ্দিন স্কয়ারে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শহরের আলফাত উদ্দিন স্কয়ারের মানববন্ধনে এ সময় বক্তব্য দেন ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি বজলুল মজিদ চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ান, চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদস্য মোর্শেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, নভেম্বরের মধ্যে হাওর রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের কথা থাকলেও এখনও তা হয়নি। হাওরের কোথাও এখনও বাঁধের কাজ শুরু না হওয়ার এবারও জেলার বোরো ফসল হারানোর শঙ্কা রয়েছে।
এদিকে গণশুনানির মাধ্যমে পিআইসি গঠনের আহ্বান জানিয়ে বক্তারা অভিযোগ করেন, এর আগে সব কটি কমিটি টেবিল কমিটি করা হয়েছে। বাঁধ নির্মাণের সময় এলেই প্রশাসন ও পাউবোর কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা বাঁধ নির্মাণের নামে টাকা লুটপাট শুরু করেন।
দ্রুত হাওর রক্ষা বাঁধ নির্মাণ করা না হলে পাউবোসহ সব প্রসাশনের কার্যালয় ঘেরাও করার কর্মসূচি পালন করা হবে বলেও মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন।