ঠাকুরগাঁওয়ে উপজেলা জামায়াতের আমিরসহ আটক ৪
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নাশকতা ও সহিংসতা ঘটাতে পারে এমন আশঙ্কায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা জামায়াতের আমির বরকতউল্লাহসহ আরো তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক অন্য জামায়াতের কর্মীরা হলেন কালাম, সালাউদ্দীন ওরফে দামু মুন্সি ও আবু তালেব।
হরিপুর থানার ওসি আকতারুজ্জামান প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার রাতে উপজেলা জামায়াতের আমির এবং সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অন্য তিন কর্মীকে আটক করা হয়। নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাঁদের আটক করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।