অপহরণের পাঁচ মাস পর মিলল গলিত লাশ
অপহরণের পাঁচ মাস পর মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রাম থেকে গৃহবধূ নারগিস খাতুনের (৪৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সাহেবনগর গ্রামের আবুল বাশারের বাড়ির টয়লেটের ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারগিস খাতুন সাহেবনগর গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী।
গতকাল বিকেলে সন্দেহভাজন আসামি ফরজ আলীকে সাহেবনগর গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ফরজ আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি লাশের সন্ধান দেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযান চালিয়ে অপর আসামি আবুল বাশারের বাড়ির টয়লেটের ট্যাঙ্ক থেকে নারগিসের গলিত লাশ উদ্ধার করা হয়।
আসামি আবুল বাশার ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সাহা জানান, গত বছরের ৫ আগস্ট নারগিস খাতুন নিখোঁজ হন। পরে নারগিসের মেয়ে তাসলিমা খাতুন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজন ব্যক্তিকে আসামি করে গাংনী থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন আবুল বাশার ও তাঁর এক সহযোগীকে আটক করে পুলিশ।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুল ইসলাম জানান, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দীর্ঘদিন ধরে অপহৃত নারগিসের সন্ধানে কাজ করেছি। অবশেষে তাঁর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।’