আনসারের পোশাক পরে পুলিশ কর্মকর্তার পরিচয়!
মেহেরপুরের গাংনী উপজেলায় ভুয়া পুলিশ কর্মকর্তা রিপন হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে গাংনী থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। রিপনের বাড়ি গাংনীর হোগলবাড়িয়া গ্রামে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, রিপন হোসেন হোগলবাড়িয়া গ্রামের এক কলেজছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করত। গত শুক্রবার রাতে আনসার বাহিনীর পোশাক পরে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে সবাইকে গ্রেপ্তারের ভয় দেখান। এ সময় স্থানীয় লোকজন রিপনকে চিনে ফেলে ধাওয়া দেন। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করলে শনিবার রাতে রিপনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।