মেহেরপুরের বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী জেলহাজতে
নাশকতার মামলায় মেহেরপুরে বিএনপি-জামায়াতে ইসলামীর ৩৮ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নাশকতার একটি মামলায় ৩৯ নেতাকর্মী জামিন চাইলে একজনের জামিন মঞ্জুর এবং বাকিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী রহমান।
জামিন পাওয়া আবুল কালাম আজাদ স্বপন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ। কিছুদিন আগে তিনি প্যারালাইজড হয়ে যান।
কারাগারে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখেরুজ্জামান।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির অনেক নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া হয়। এগুলো গায়েবি মামলা। জামিন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করা হবে বলে জানান।