মেহেরপুরে কৃষি মেলার উদ্বোধন
মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলায় সভাপতিত্ব করেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আক্তারুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক রুহুল কবীর প্রমুখ।
মেলার বিভিন্ন স্টলে কৃষকের উৎপাদিত কৃষি পণ্য ও সরকারের উদ্ভাবিত বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শনী চলছে। বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলা চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।