অবহেলিত অঞ্চলের মানুষের জন্য অর্থসংকট নেই : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অবহেলিত অঞ্চলের মানুষের উপকারে আসে এমন প্রকল্পের জন্য অর্থের সংকট নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, সুবিধাবঞ্চিত অঞ্চল বা মানুষের জন্য বেশি কাজ করতে হবে। শিক্ষাদীক্ষার উপকারে আসে এমন প্রকল্পের জন্য বিনিয়োগে টাকার কোনো সংকট নেই বলেও জানান তিনি।
শনিবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ শহরের বালুর মাঠে সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আইয়ুব বখত জগলুলের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এম এ মান্নান।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে দেখেন, সবার উপকার করতে চান। সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আইয়ুব বখত জগলুলের মানসিকতাও তেমন ছিল। তিনি অসাম্প্রদায়িক ছিলেন।’
প্রয়াত মেয়র জগলুলের শহরকে সুন্দর করে সাজানোর জন্য বর্তমান পৌর মেয়র নাদের বখতকে সহযোগিতার আশ্বাস দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সুনামগঞ্জ পৌরবাসীর আয়োজেন পৌর মেয়র নাদের বখতের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।
স্মরণসভার শেষপর্যায়ে ‘আইয়ুব বখত জগলুল স্মারক গ্রন্থ’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
২০১৮ সালের ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার দুই বারের মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব বখত জগলুল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর শনিবারই প্রথম তাঁর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হলো।