সুনামগঞ্জে বিজিবির ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট
সীমান্তের কাছাকাছি বসবাসরত মানুষের মধ্যে মাদকের ভয়াবহতা বোঝাতে এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ‘আলোকিত সীমান্ত’ স্লোগান নিয়ে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সুনামগঞ্জের ২৮ বিজিবি ব্যাটালিয়ন।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী ডলুরা মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার চিনাকান্দি, ডলুরা, মথুরাকান্দি ও গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে প্রথম দফায় এই এলাকায় টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় ডলুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় ডলুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে জয় লাভ করে।
এর আগে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন মেজর মেজবাহ উদ্দিন রাসেল, ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জালাল উদ্দিন জায়গীরদার, ডলুরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রাশেদ, সলুকাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রওশন আলী, ইউপি সদস্য মো. আক্তার হোসেন, ব্যবসায়ী আবু সুফিয়ান, ওয়াদুদ মিয়া প্রমুখ।
বৃহস্পতিবার বিকেলে সুনামগেঞ্জর বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী ডলুরা মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী দলের খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম। ছবি : এনটিভি
প্রধান অতিথির বক্তব্যে ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় শিশুদের মাদক থেকে দূরে রাখতে এবং সীমান্ত এলাকায় মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে সুনামগঞ্জ বিজিবির পক্ষ থেকে আমরা এমন উদ্যোগ নিয়েছি। খেলাধুলায় শিশুরাসহ এলাকার মানুষ ব্যস্ত থাকলে মাদক থেকে দূরে থাকতে পারবে এবং সমাজে নানান অপকর্ম থেকেও দূরে থাকবে। প্রতিদিন অনেক মানুষ খেলা দেখতে আসে। সুতরাং এলাকার বিরাট অংশ এর সঙ্গে সম্পৃক্ত থাকায় মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।
বিজিবির অধিনায়ক বলেন, আমরা পর্যায়ক্রমে সুনামগঞ্জের সব সীমান্ত এলাকায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব। মাদকের চোরাচালান দূঢ়ভাবে প্রতিহত করতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছি। যেসব সীমান্ত একটু ডেঞ্জার সেসব স্থানে আমরা বিশেষ নজরদারি করছি।
পরে অতিথিরা খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের খেলার সরঞ্জাম তুলে দেন।
খেলা পরিচালনা করেন বাঘরেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো আবদুস সাত্তার।