সরকারের অসহযোগিতায় বিচারক সংকট : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘সম্পূর্ণভাবে এক্সিকিউটিভের (নির্বাহী) অসহযোগিতার কারণে আজকে আমাদের বাংলাদেশে বিচারকস্বল্পতা। সরকারের অসহযোগিতার কারণে আজকে আমরা বিচারকের সংকটে আছি।’
প্রধান বিচারপতি মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। সমিতির ভবনে ওই অনুষ্ঠান হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কোনো পলিটিক্যাল বিষয় নেই। বিচারপ্রার্থী বিচারপ্রার্থীই। যার যে রায় সেটা পাবে। এখানে কোনো পক্ষপাতিত্ব হবে না।’ তিনি আরো বলেন, এভাবেই বিচারকের প্রতি যে আস্থা আছে তা রক্ষা করতে হবে।
সুরেন্দ্র কুমার সিনহা আরো বলেন, বিচারকের স্বল্পতা আছে। সারা বাংলাদেশেই এ স্বল্পতা আছে।
বিচারকের স্বল্পতার ব্যাপারে প্রধান বিচারপতি বলেন, ‘আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অসহযোগিতার জন্য আমি দুটি ব্যাচের বেশি নিয়োগ দিতে পারিনি। সম্পূর্ণভাবে এক্সিকিউটিভের অসহযোগিতার কারণে আজকে আমাদের বাংলাদেশে বিচারকস্বল্পতা। সরকারের অসহযোগিতার কারণে আজকে আমরা বিচারকের সংকটে আছি।’
প্রধান বিচারপতি আরো বলেন, ‘বাংলাদেশে জনসংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা বিশ্বে সবচেয়ে কম। অথচ বাংলাদেশে মামলার সংখ্যাও বেশি।’
আইনজীবী সমিতি মিলনায়তনে আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জেলা ও দায়রা জজ জোয়ার্দার আমিরুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম হায়দার প্রমুখ।
এর আগে প্রধান বিচারপতি সাতক্ষীরা জেলা জজশিপ ও বিচারিক হাকিম আদালতগুলো পরিদর্শন করেন।