কুমিল্লায় বাস-ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত
কুমিল্লায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কৃষ্ণপুরে এ ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুল খালেক জানান, আজ বেলা দেড়টার দিকে লক্ষ্মীপুরে রামগড়ের দিকে যাওয়ার সময় কৃষ্ণপুরে একটি মোটরসাইকেল এশিয়া এক্সক্লুসিভ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের মধ্যে চাপা পড়ে মারা যান মোটরসাইকেল আরোহী কুমিল্লার কালিবাজার এলাকার আমির হোসেন। নিহত হন ট্রাকটির চালকের সহকারী ও একজন বাসযাত্রী। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার পুলিশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।