‘শান্তি কমিটি’র বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোর শহরের বেজপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর মায়ের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফার নেতৃত্বে শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা ডলারকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে।
নিহত ডলার (২৫) শহরের আশ্রম রোড এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গনি মিয়া এনটিভিকে জানান, নিহত ডলার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
ডলারের মা সকিনা বেগম কাঁদতে কাঁদতে অভিযোগ করেন, ‘এক মহিলা আমারে কইল, ও আন্টি আপনি শিগগিরি আসেন, আপনার ছেলেরে আমি বাঁচাতে পারলাম না। এই মোস্তফা এলাকার লোকজনকে নিয়ে যেয়ে আপনার ছেলেরে কি পিটুনি পেটাচ্ছে। আন্টি আপনি শিগগির আসেন।’
‘আমারে যাতি দেয়নি। আমাদের ওই শান্তি কমিটির লোকরা কেউ যাতি দেয়নি আমাগোরে। এপাশে ওপাশে সবদিক আটকায় রাখে দিছে। যাতি দেয়নি কেউ। কয়েছে তারে হাসপাতালে পাঠায়ছে। মিথ্যা কথা কইয়া কয় কি, তারে হাসপাতালে পাঠায়ছে। (এ সময় সকিনার পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, দুই হাত বান্দিছে, নাইলন দড়ি দিয়ে বান্দিছে। পা বান্দিছে।) কয় থানায় যান। উল্টোপাল্টা কথা কচ্ছে। আমার বাচ্ছারে এইভাবে মাইরেছে।’ বলেন সকিনা বেগম।
এ ব্যাপারে জানতে চাইলে শংকরপুর আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা এনটিভির কাছে দাবি করেন, রাতে ছিনতাই করতে যায় ডলার। এ সময় শান্তি-শৃঙ্খলা কমিটির লোকজন ধরে তারে গণপিটুনি দেয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, যশোর শহরে পাড়া-মহল্লাভিত্তিক ‘আইন-শৃঙ্খলা রক্ষা কমিটি’ রয়েছে। এ কমিটি এলাকায় ‘শান্তি কমিটি’ হিসেবে পরিচিত। এর নেতৃত্বের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী।