চলেই গেলেন হাওর আন্দোলনের নেতা আজাদ
সুনামগঞ্জ পৌরশহরে দুর্বৃত্তদের হামলায় আহত ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের নেতা মো. আজাদ মিয়া (৪৯) মারা গেছেন।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সুনামগঞ্জ পৌরশহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পিটিআই স্কুলের সামনে মুখোশধারীদের হামলায় আহত হয়েছিলেন আজাদ।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাওর আন্দোলনের এই নেতা।
আজাদ মিয়া সুনামগঞ্জ পৌরশহরের বড়পাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামে। তিনি মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
আজাদ মিয়ার ছোট ভাই আফরোজ রায়হান জানান, গত বৃহস্পতিবার রাতে বাসায় ফিরছিলেন আজাদ। সুনামগঞ্জ পৌরশহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পিটিআই স্কুলের সামনের সড়কে পৌঁছালে কয়েকজন মুখোশধারী তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীদের লোহার পাইপের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন আজাদ। তাঁকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল রাত সাড়ে ৮টায় মারা যান আজাদ মিয়া। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন তিনি।
‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, ‘আজাদ মিয়া সংগঠনের সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুরু থেকেই তিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত। অত্যন্ত প্রতিবাদী মানুষ ছিলেন তিনি। আমরা তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’