সুনামগঞ্জে আ.লীগনেতা নিহত, আটক ৪
সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগনেতা মো. জয়নাল আহমেদ দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
আজ মঙ্গলবার ভোরের দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজার গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জয়নাল আহমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার রাত থেকে জয়নাল আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে তাঁর খোঁজ করছিলেন। পরে আজ ভোরে মঙ্গলকাটা বাজারের পাশে ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রক্তাক্ত অবস্থায় জয়নালের লাশ পড়ে থাকতে দেখা যায়।
পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। এরই মধ্যে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লা খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জয়নালের পরিবারের সদস্যরা এ ঘটনায় সম্পৃক্তদের ফাঁসি দাবি করেছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘ধারণা করা হচ্ছে, জয়নাল আহমেদ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। কে বা কারা ঠিক কখন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। আমরা লাশের পাশে আছি। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। কীভাবে এ হত্যাকাণ্ড ঘটল, সে ব্যাপারে আমরা যথাযথ তদন্ত চালাব। যারাই জড়িত হোক প্রকৃত রহস্য ভেদ করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’