অপহরণের দুদিন পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণের দুদিন পর ইয়ানুর শাহরিয়ার বাসিম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী আজ রোববার ভোর ৫টার দিকে বাড়ির পাশে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।
শিশু বাসিম উপজেলার বটতলী গ্রামের জাফিরুলের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন সাথী (২০) ও মিনহাজুল (২২)। তাঁরা বাসিমের প্রতিবেশী। বিক্ষুব্ধ গ্রামবাসী তাঁদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় বাসিম নিখোঁজ হয়। এর পর চিঠির মাধ্যমে তার বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরদিন তিনি সাথী ও মিনহাজুলের বিরুদ্ধে অভিযোগ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে। এরপর জাফিরুল বাদী হয়ে একটি মামলা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সাথী ও মিনহাজুলের স্বীকারোক্তি অনুযায়ী শিশু বাসিমের লাশ উদ্ধার করেছে পুলিশ।