গোবিন্দগঞ্জে রাস্তায় গাছ ফেলে ডাকাতি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাস্তায় গাছ ফেলে কয়েকটি যানবাহনে ডাকাতি হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাজার রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাহেবগঞ্জ বাজার রাস্তায় পুলিশ বক্সের কাছে একদল দুর্বৃত্ত গাছ ফেলে ব্যারিকেড দেয়। এতে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা আটকা পড়ে। দুর্বৃত্তরা অটোরিকশাগুলোয় থাকা যাত্রীদের মারধর করে। এরপর বেঁধে রেখে তাঁদের কাছে থাকা মোবাইল ফোন, টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে।
ডাকাতির কবলে পড়া সাহেবগঞ্জ গ্রামের সুনীল চৌধুরী, সুশীল মোহন্ত, সুজন মোহন্ত, ঘোপেন ঘোষ জানান, ডাকাতির সময় তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। কিন্তু ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা এখনো এ ধরনের ডাকাতির কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’