মুজিবনগরে যাওয়ার পথে ট্রাকচাপায় মুক্তিযোদ্ধা নিহত
মেহেরপুর সদর উপজেলায় ট্রাকচাপায় আত্তাব আলী নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী হালিমা খাতুন।
আজ বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় হালিমা খাতুনকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আত্তাব আলী মুজিবনগর উপজেলার দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের ভাই।
আহত হালিমা খাতুন বাংলাদেশের প্রথম সরকারের গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য মহিন উদ্দীনের মেয়ে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, আত্তাব আলী ও তাঁর স্ত্রী হালিমা খাতুন মোটরসাইকেলে করে মুজিবনগর যাচ্ছিলেন। সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন আত্তাব। এ ঘটনায় আহত হন আত্তাব আলীর স্ত্রী হালিমা।
পরে আহত অবস্থায় হালিমা খাতুনকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটি আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।