নাটোরে ৬টি প্রতিমা ভাঙচুর, প্রতিবাদে বিক্ষোভ-ঘেরাও
নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় দায়িত্বরত আনসার সদস্যকে পিটিয়ে দুর্গাসহ ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল করেছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা বলেন, ভোরে মুখোশধারী একদল দুর্বৃত্ত গুরুদাসপুর পৌর এলাকার চাচকৈড় কাচারীবাড়ি কালীমন্দিরে ঢুকে দায়িত্বরত আনসার সদস্য রাজীব প্রামাণিককে মারধর করে। পরে তারা মন্দিরে থাকা দুর্গাসহ ছয়টি প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।
খবর পেয়ে মন্দির কমিটির লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত আনসার সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরে পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার মুখার্জিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে এসপি শ্যামল কুমার মুখার্জি বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আটক করা হবে। এ ঘটনায় এরই মধ্যেই একজনকে আটক করা হয়েছে।
এসপি আরো বলেন, জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।