নাটোরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি
নাটোরের গুরুদাসপুর উপজেলায় প্রতিমা ভাঙচুর ও পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতির কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।
আজ শনিবার নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাব উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার ভোরে গুরুদাসপুর উপজেলা শহরের কাচারীবাড়ি কালীমন্দিরে দুর্গাসহ ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে নাটোর শহরে আজ মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে গুরুদাসপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।