মহেশপুরে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
ঝিনাইদহের মহেশপুর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় স্থানীয় বজ্রাপুর ফুটবল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মসিউর রহমান।
সম্মেলনে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারকে সভাপতি ও মোমিনুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহসভাপতি জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, মোমিনুর রহমান প্রমুখ।
সম্মেলন উপলক্ষে সকাল থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মী বজ্রাপুর ফুটবল মাঠে মিছিল নিয়ে উপস্থিত হয়। সবশেষ মহেশপুর থানা বিএনপির সম্মেলন ২০০৯ সালে অনুষ্ঠিত হয়েছিল।
এর আগে মহেশপুর শাহ ভালাইপুর স্কুল মাঠে সম্মেলন আহ্বান করেছিল সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের পক্ষের সমর্থকরা। সেখানেই সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু একই স্থানে কণ্ঠশিল্পী মনির খানের সমর্থকরা পাল্টা সমাবেশের আহ্বান করে।
এতে উত্তেজনা দেখা দিলে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। পরে শহিদুল ইসলাম মাস্টারের সমর্থকরা স্থান পরিবর্তন করে সম্মেলন করে।