মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার করমদি মাঠপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
নিহত নাজমুল হাসান উপজেলার সহড়াতলা গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকের চারটিসহ পাঁচটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
আজ বুধবার সকালে ওসি আরো দাবি করেন, করমদি গ্রামের মাঠপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে—এমন খবর পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বলে দাবি করেছেন ডিবির ওসি।