মহাসড়কের সব বাঁক সোজা করা হবে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দুর্ঘটনা এড়াতে জাতীয়ভাবে মহাসড়কের সব বাঁককে সোজা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর মহাসড়ক ঘেঁষে যেখানে হাটবাজার গড়ে উঠেছে, সেখানে ফ্লাইওভার করা হবে।
সুনামগঞ্জ-দিরাই সড়কের পাথারিয়া গণিগঞ্জে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত সাতজন লেগুনাযাত্রীর স্বজনদের সমবেদনা জানাতে রোববার বিকেল ৩টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন পরিকল্পনামন্ত্রী। এই সহায়তা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দুর্ঘটনায় যে ক্ষতি হয়েছে, তা পোষানোর ক্ষমতা কারো নেই। যারা সন্তান-ভাই হারিয়েছেন, তাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষে সহমর্মিতা জানাতে এসেছি। তাদের দুঃখের সময় পাশে থাকতে চাই আমরা।’
এম এ মান্নান বলেন, দুর্ঘটনার জন্য ফিটনেসবিহীন গাড়ি, চালক এবং কোনো কোনো ক্ষেত্রে পথচারীদের অসাবধানতাও দায়ী। চালককে সাবধান হতে হবে, পথচারীকে সাবধান হতে হবে, আইন-কানুন মানতে হবে।
‘সড়ককে প্রশস্ত করা হচ্ছে, বড় করা হবে, এগুলাতো একদিনে পারা যায় না। যান চলাচল এত বাড়ছে, গাড়ি-ঘোড়া এত বাড়ছে। দেশে উন্নতি হয়েছে বলে এসব এত বেশি হয়েছে। আমাদের দুর্ভাগ্য, মাঝে মাঝে কাঁচা লোক গাড়ি চালায়।’ বলেন পরিকল্পনামন্ত্রী।
সহায়তা প্রদানের সময় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।