‘ঝুঁড়ির ফুটোগুলো নিয়ন্ত্রণ হলে দেশের চেহারা পাল্টে যাবে’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়া বলেন, মুষ্ঠিমেয় কিছু লোকের কারণে দেশের অগ্রগতি ও উন্নয়নের গতি হারাচ্ছে। দুর্নীতির মাত্রা সহনীয় পর্যায়ে রাখতে পারলে দেশ উন্নত বিশ্বের তালিকায় পৌঁছে যেতে সময় লাগবে না।
সফিকুর রহমান আরো বলেন, ঝুঁড়ির তলার ফুটোগুলো নিয়ন্ত্রণ করা গেলে দেশের চেহারাই পরিবর্তন হয়ে যাবে। এ জন্য তিনি সুখী, সমৃদ্ধ আলোকিত বাংলাদেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
খাগড়াছড়ির রামগড় উপজেলায় মঙ্গলবার এক গণশুনানিতে দুদক কর্মকর্তা এ কথা বলেন।
জনগণের দ্বারপ্রান্তে প্রশাসন এ স্লোগানে খাগড়াছড়ি জেলার রামগড়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। দুদকের সহযোগিতায় রামগড় উপজেলা প্রশাসন ও রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ গণশুনানির আয়োজন করে।
শুনানিতে অংশগ্রহণ করে এলাকার স্থানীয় লোকজন ২০১৩ সালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরও ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু না হ্ওয়া, হাসপাতালে চিকিৎসক সংকট, সেবা পেতে সমস্যা, অ্যাম্বুলেন্স অচল থাকার কারণে নানা ভোগান্তির কারণ, পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক আর প্রত্যন্ত অঞ্চলে এক শিক্ষকদের দিয়ে স্কুল চলার কারণ সর্ম্পকে জানতে চান। এ ছাড়া পৌরসভার সেবা, ভূমি অফিসের হয়রানি, সময় মতো বিদ্যুৎ বিল না পাওয়া, ঢালাও বিল প্রদানের অভিযোগও তুলে ধরেন। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এসব প্রশ্নের জবাব দেন এবং আগামীতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণশুনানিতে দুদকের রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, রামগড় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. সাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম বক্তব্য দেন।