শিশু হত্যার দায়ে বাবার যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় নিজের চার বছর বয়সী শিশু মুস্তাকিমকে হত্যার দায়ে বাবা কালু মৃধাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন।
আসামি কালু মৃধার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামের কালু মৃধা ২০১৩ সালের ৭ ডিসেম্বর রাতে গাঁজা কেনার টাকা না পেয়ে স্ত্রী খাদিজা খাতুনকে মারধর করেন।
স্ত্রী খাদিজা ঘুমিয়ে গেলে রাত ১০টার দিকে কালু মৃধা তাঁর নিজের শিশু সন্তান মুস্তাকিম ওরফে নয়নকে (৪) বাঁশের কঞ্চি দিয়ে ও কিলঘুষি মেরে ঘরের চৌকির নিচে ফেলে রাখে। মুখে ও মাথায় এলোপাতাড়ি মারধরের কারণে মারা যায় মুস্তাকিম। সকালে ঘুম থেকে উঠে চৌকির নিচে ছেলের লাশ দেখে চিৎকার করে ওঠে মুস্তাকিমের মা খাদিজা খাতুন। ওই দিনই কালু মৃধাকে আসামি করে খাদিজা খাতুন নিজের সন্তান হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি আলমডাঙ্গার তিওরবিলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আছের আলী তদন্ত শেষে মামলার একমাত্র আসামি কালু মৃধার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র প্রদান করেন।
মামলায় মোট ১২ জনের সাক্ষ্যশেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত। রায় ঘোষণার পর কড়া নিরাপত্তায় আসামিকে কারাগারে পাঠানো হয়।