তাহিরপুর-বিশ্বম্ভরপুর সড়কে পানি উঠায় চলাচল বন্ধ
অবিরাম ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় আবারও সুনামগঞ্জের সব কটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে সুরমা নদীর পানি ঘোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বর্ষণ অব্যাহত থাকায় এলাকার মানুষ বন্যার আশঙ্কা করছে।
একইভাবে যাদুকাটা নদী, চলতি নদী ও ছেলা নদীর পানিও বিপৎসীমার বেশ কয়েক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর দুইপাড় উপচে পানি দ্রুত নিম্নাঞ্চলে প্রবেশ করছে।
এদিকে পাহাড়ি ঢলে সীমান্তবর্তী তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর ও তাহিরপুর মূল সড়কে পানি উঠায় ওই দুই উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই দুই উপজেলার কয়েক হাজার মানুষ।
তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা, বাগলী, কলাগাঁও, বড়ছড়া ও ফাজিলপুর, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন এবং সুনামগঞ্জ সদর উপজেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজান থেকে পানি নেমে আসার কারণে বেশ কিছু উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। জেলা প্রশাসন যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে।