নির্বাচন না হলে মার্শাল ল হতো : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হলে এ দেশে মার্শাল জারি হতো। খালেদা জিয়া জ্বালাও-পোড়াও করে সেই নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছে। শেখ হাসিনা নির্বাচন করে দেশের মানুষকে শান্তি দিয়েছে।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য আরো বলেন, ‘আগামী নির্বাচন ২০১৯ সালেই হবে। একদিন আগেও নয়। বহির্বিশ্বের মতোই এই নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে এবং আওয়ামী লীগ বিজয়ী হবে।’
আজ শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের অবকাঠানো নির্মাণে অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া এখন তারেক রহমানের কাছে বন্দী হয়ে আছেন। তিনি হুকুম দিয়ে দুজন বিদেশিকে হত্যার ব্যবস্থা করেছেন। এর মাধ্যমে খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে চেয়েছেন। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন।’
এ সময় চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকে চিকিৎসকই রোগীদের সঙ্গে পশুর মতো আচরণ করেন। এসব পরিহার করে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভালোভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কুষ্টিয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইফতেখার মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।
এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।