সুনামগঞ্জে নিখোঁজ ব্যক্তির হাতবাঁধা লাশ মিলল নদীতে
সুনামগঞ্জের ছাতক উপজেলায় নদী থেকে হাত বাঁধা অবস্থায় বুলবুল আহমেদ ভুলু (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ইছামতী নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত বুলবুল দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। নিহতের পরিবার জানায়, গতকাল মঙ্গলবার রাত থেকে বুলবুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে ইছামতি নদীর পাড়ে তাঁর লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, আজ সকালের দিকে ইছামতি নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। ছাতক থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সকালে হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কেউ মেরে পানিতে ফেলে দিয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বুলবুলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
ময়নাতদন্তের উদ্দেশে বুলবুলের লাশ এরই মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ছাতক উপজেলার বড়কিলপুর হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে আসক আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে।